মৌলভীবাজারে মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০১৪, ৫:৩৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজার শহরের বেরির চর এলাকা থেকে মাদক ব্যবসায়ী মুহিবুর রহমান সিতুকে (৩০)আটক করেছে পুলিশ। গতকাল ১১ নভেম্বর মঙ্গলবার রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।
মুহিবুরর হমান সিতু মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের বিরাইমাবাদ এলাকার ফটিক মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে সিতুর বাসায় অভিযান চালিয়ে ৩৫পিস ইয়াবা, ছয় বোতল বিদেশি মদ এবং এক কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করে পুলিশ।
মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিন পূর্বদিককে মাদক ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সিতু বহুদিন ধরে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসাকরে আসছিলেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।