সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০১৪, ৫:২৯ পূর্বাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
সিলেট বিভাগে গণপরিবহন ধর্মঘট আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। গতকাল ১১ নভেম্বর মঙ্গলবার বিকেল চারটায় বিভাগীয় কমিশনারের সঙ্গে সড়ক পরিবহন মালিক সংগ্রাম পরিষদ নেতাদের বৈঠক শেষে এ সিদ্ধান্ত হয়।
৭ দফা দাবিতে গতকাল মঙ্গলবার সকাল থেকে সিলেট বিভাগব্যাপি পরিবহন ধর্মঘট আহ্বান করে সিলেট বিভাগ সড়ক পরিবহন মালিক সংগ্রাম পরিষদ। মঙ্গলবার সকাল থেকে সিলেট বিভাগ জুড়ে পরিবহন ধর্মঘটপালিত হয়। ধর্মঘটের কারণে এ অঞ্চলের মানুষের মধ্যে চরম দুভোর্গ সৃষ্টি হয়।
গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় সিলেট বিভাগ সড়ক পরিবহন মালিক সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দকে নিয়ে বৈঠকে বসেন বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান। বৈঠকে সিলেট রেঞ্জের ডিআইজি, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের জেলা প্রশাসক, চার জেলার পুলিশসুপার, বিআরটিএ’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া সিলেট বিভাগ সড়ক পরিবহন মালিক সংগ্রাম পরিষদের পক্ষে আহ্বায়ক জমির আহমদ, সদস্য সচিব সজিব আলী, যুগ্ম সম্পাদক আবুল কালাম, সেলিম আহমদ ফলিক, ফজুলর রহমান চৌধুরী, শফিকুর রহমান চৌধুরী, নাজিম উদ্দিন, রফিকউদ্দিন রফিক, জিতু মিয়া,আব্দুর রহিম, শাহ জিয়াউল কবীর পলাশ, আমিনুজ্জামান জোয়াহির, হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
বৈঠকে বিভাগীয় কমিশনার পর্যাক্রমে ৭ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে ৩০নভেম্বর পর্যন্ত অবরোধ স্থগিত করা হয়। সন্ধ্যা ৬ টায় বৈঠক শেষে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বিভাগ সড়ক পরিবহন মালিক সংগ্রাম পরিষদের সদস্য আমিনুজ্জামান জুয়াহির। উল্লেখ্য, গত ৮ নভেম্বর শনিবার সাত দফা দাবিতে ১১ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্যধর্মঘটআহ্বান করে সিলেট বিভাগ সড়ক পরিবহনমালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ। ওই দিন নগরীর এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কমিটির নেতারা।