রাজনগরে উদ্ধার হওয়া লাশ সিতাই রানী বিশ্বাসের, আটক ৩
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০১৪, ১২:৪০ অপরাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
রাজনগরের গত ৫ নভেম্বর মঙ্গলবার উদ্ধার হওয়া বিবস্ত্র রক্তাক্ত লাশের পরিচয় পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম সিতাই রানী বিশ্বাস (৩০)। নিহতের খালা মাতই বিশ্বাস লাশের ছবি দেখে লাশের পরিচয় শনাক্ত করেন। নিহতের স্বামীর নাম নিখিল বিশ্বাস।
এদিকে পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল ১০ নভেম্বর সোমবার ৩ জনকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর মঙ্গলবার সকালে রাজনগর উপজেলার ক্ষেমসহস্র গ্রামের বড়বন্দের তালেরতল নামক স্থানের ধান ক্ষেতের পাশে স্থানীয় লোকজন এক অজ্ঞাত পরিচয় এক যুবতীর (২৫) রক্তাক্ত ও বিবস্ত্র লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল রিপোর্টে গায়ে আঘাতের চিহ্ন, গলায় চেপে ধরা এবং নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল উল্লেখ করা হয়। নিহতের মাথায় সিঁদুর এবং পাশে ভাঙা শাঁখা পাওয়া গেছে। এতে ধারণা করা হয়েছিল সে সনাতন ধর্মালম্বী।
এ ঘটনায় পুলিশ তৎপর হলেও হত্যাকারী হিসেবে কাউকে সনাক্ত করতে পারেনি। নিহত সিতাই রানী বিশ্বাসের মা-বাবা তাকে ছোট রেখেই মারা যান। সে তার খালা ফেঞ্চুগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের সুকময় বিশ্বাসের কাছে বড় হয়েছে। গত ৭-৮ বছর আগে সদর উপজেলার একাটুনা এলাকার নিখিল বিশ্বাসের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই নিখিল বিশ্বাস তার মামার বাড়ি রাজনগর উপজেলার কানিকুল গ্রামে বসবাস করে আসছে এবং বাংলাদেশের সীমান্তবর্তী দালালির কাজ করে বলে জানা গেছে।
পুলিশ এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে। তবে হত্যা রহস্যের জট খুলতে না পারায় তদন্তের স্বার্থে এদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান তরফদার বলেন, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৩জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে এর বেশি বলা যাচ্ছে না।