রাজনগরে যাত্রাগান আয়োজনের প্রতিবাদে ৭ গ্রামের মানুষ
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০১৪, ১২:০০ অপরাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগরের ইসলামপুর গ্রামে যাত্রাগান ও জুয়ার আসর বসানো নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যাত্রাগান আয়োজনের প্রতিবাদে ফতেহপুর ইউনিয়নের ৭টিরও বেশি গ্রামের মানুষ মোকামবাজারে আজ ১১ নভেম্বর মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার সময় প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে স্থানীয় কতিপয় ব্যক্তি যাত্রাগানের আয়োজন করছেন। প্রশাসনের অনুমতি না নিয়ে এবং এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবে বলে ইউনিয়নের ফতেহপুর, কাশিমপুর, ইসলামপুর, জাহিদপুর, শাহপুর, চরকারপরা, আব্দুল্লাহপুরসহ বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষ প্রতিবাদী হয়ে উঠেছেন। যাত্রা ও জুয়ার আয়োজন বন্ধের প্রতিবাদে মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় মোকামবাজারে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবশে করা হয়। মাও. আব্দুর রবের সভাপতিত্বে সামবেশে বক্তব্য রাখেন, আ’লীগ নেতা বশির আহমদ, জামাল উদ্দীন, মঙ্গল মিয়া, আব্দুর রকিব, তাজুল ইসলাম, গৌছুজ্জামান, তুহিনুর রহমান শাহান প্রমুখ।
ইউপি সদস্য আব্দুল কাদির বলেন, আমি সবসময়ই অন্যায়ের প্রতিবাদ করে আসছি। এ ধরনের কাজে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এর আগেও একবার সাধারণ মানুষ প্রতিবাদ করেছিল। কিন্তু দুঃখের বিষয়- উপজেলা সদর থেকে বেশ দুরে হওয়ায় যাত্রা ও জুয়ার জন্য এ প্রত্যন্ত এলাকা বেছে নেয়া হয়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দীন বলেন, বিষয়টি আমিও শুনেছি। আমি আয়োজকদের এ ব্যাপারে কড়া সতর্ক করে দিয়েছি যাতে তারা এর আয়োজন না করে। এ ব্যাপারে সব দায়দায়িত্ব তাদেরকেই নিতে হবে। আমি আশারাখি তারা এটি করতে পারবে না।