মৌলভীবাজারে যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০১৪, ১১:১৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারে আনন্দ র্যালী ও সমাবেশের মধ্যদিয়ে বাংলাদেশ যুবলীগের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবলীগের উদ্যোগে আজ ১১ নভেম্বর মঙ্গলবার সকালে চৌমোহনাস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে। দুপুরে চৌমোহনা এলাকা থেকে একটি আনন্দ র্যালি বের করে।
র্যালি শেষে কুসুমবাগ চত্বরে জেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাহিদ আহমদের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ ভৌমিক, শেখ রুমেল আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সেলিম হক, সদর উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল্লা আফজল, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ছালিক।