কুলাউড়ার সাবেক স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০১৪, ৯:৩১ পূর্বাহ্ণ
নাজমুল ইসলাম ::
কুলাউড়া থেকে অনিয়ম ও দুর্নীতির দায়ে স্ট্যান্ড রিলিজকৃত স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলাউদ্দিন আল আজাদের বিরুদ্ধে ৪টি বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। গতকাল ১০ নভেম্বর সোমবার থেকে অনিয়ম ও দুর্নীতির তদন্ত শুরু হয়েছে। সিলেটের সিভিল সার্জন ডা. আজহারুল ইসলামের নেতৃত্বে তদন্ত দল স্বাক্ষ্য গ্রহণ করে।
স্বাস্থ্য বিভাগের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, কুলাউড়া উপজেলার সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আলাউদ্দিন আল আজাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ৪টি বিভাগীয় মামলা হয়েছে। সেই মামলাগুলোর জের ধরে এবং নতুন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহজাহান কবিরকে দায়িত্ব পালনে বাধা প্রদান করায় বিষয়টি তদন্তে আসে সিলেটের সিভিল সার্জন ডা. আজহারুল ইসলামের নেতৃত্বে একটি বিভাগীয় তদন্ত দল। তদন্তকারী দল হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের লিখিত বক্তব্য নেন। তবে সেই কর্মকর্তার কিছু অনুচর কর্মচারী তদন্ত কাজ প্রভাবিত করার চেষ্টা চালান বলে জানা গেছে।
ডা. আলাউদ্দিন আল আজাদকে গত ২৮ সেপ্টেম্বর সুনামগঞ্জের দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে স্ট্যান্ড রিলিজ করা হলেও তার অনুচর কর্মচারীরা রয়েছে বহাল তবিয়তে। ফলে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে এরা বাধাগ্রস্ত করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ২৮ সেপ্টেম্বর বদলী হলেও বদলীকৃত কর্মস্থলে যোগদান না করে গত ১৮ অক্টোবর কুলাউড়ায় এসে জোরপূর্বক চেয়ার দখল করে দায়িত্ব পালন করেন ডা. আলাউদ্দিন আল আজাদ। অবশেষে গত ১৯ অক্টোবর স্বাস্থ্য অধিদফতরের চিঠি পেয়ে কুলাউড়া ছাড়েন। কিন্তু উপজেলা ছাড়লেও উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তার জন্য বরাদ্দকৃত বাসাটি তালাবদ্ধ করে তার নিয়ন্ত্রণে রাখেন। ঘটনার ২২ দিন অতিবাহিত হলেও বরাদ্দকৃত বাসায় উঠতে পারছেন না নতুন নিয়োগপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহজাহান কবির।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহজাহান কবির তাকে দায়িত্ব পালনে বাধা প্রদান করায় ডা. আলাউদ্দিন আল আজাদের বিরুদ্ধে তদন্তের সত্যতা নিশ্চিত করেন। তবে তিনি তদন্ত সংক্রান্ত কোন বিষয় নিয়ে মন্তব্য করতে রাজি হননি।