সিলেটে ফিটনেস বিহীন গাড়ি ও চালকের বিরুদ্ধে অভিযান — প্রথম দিনে দুই শতাধিক মামলা, কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০১৪, ৬:২৪ পূর্বাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
সিলেটে গতকাল ১০ নভেম্বর সোমবার ফিটনেস বিহীন গাড়ি ও চালকের বিরুদ্ধে প্রথম দিনের অভিযানে ২শ’ ৮টি মামলা হয়েছে। এর মধ্যে বিআরটিএ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ২৬ মামলার বিপরীতে প্রায় ২৩ হাজার টাকা আদায় করা হয়েছে। সাজা দেওয়া হয় দুই চালককে। সেই সঙ্গে পুলিশের বিশেষ অভিযানে ফিটনেস বিহীন গাড়ি ও চালকের বিরুদ্ধে আরো ১শ’ ৮২টি মামলা করা হয়েছে।
সোমবার দিনভর নগরীর টুকের বাজার তেমুখী, বিমাবন্দর সড়কের লাক্কাতুড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। বিআরটিএ পরিচালিত তিনটি টিমের পৃথক অভিযানে ২৬টি মামলার বিপরীতে ২২হাজার ৮শ’ টাকা আদায় করা হয়। বিআটিএ সিলেটের সহকারী পরিচালক মো. শহিদুল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, দুই চালককের মধ্যে একজনকে তিন মাসের এবংঅপরজনকে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া কোনো ধরনের কাগজপত্র না থাকায় ৪টি গাড়ি জব্ধ করে পুলিশ লাইন ডাম্পিং ইয়ার্ডে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক) নিকোলিন চাকমা জানান, অভিযানের প্রথম দিনে সোমবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত ৯৩টি ফিটনেস বিহীন গাড়ি চালকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। অন্যদিকে, জেলা পুলিশ ৮৯টি মামলা দায়ের করেছে। এরমধ্যে ড্রাইভিং লাইসেন্সের জন্য ৫৬টি, গাড়ির ফিটনেসের জন্য১৮টি এবং অন্যান্য কারণে ৫টি মামলা দেওয়া হয়েছে।