অধিকার আদায়ের দাবিতে ঢাকায় হিজড়াদের বর্ণাঢ্য শোভাযাত্রা
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০১৪, ৫:১৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বাংলাদেশের রাজধানী ঢাকায় গতকাল ১০ নভেম্বর সোমবার হিজড়া সম্প্রদায় একটি বর্ণাঢ্য প্যারেড বা র্যালি করেছে।
তাদেরকে তৃতীয় লিঙ্গ হিসেবে সরকারি স্বীকৃতি দেয়ার এক বছর পূর্তিতে এই প্যারেড আয়োজন করা হয়, যার নাম দেয়া হয় হিজড়া প্রাইড। প্যারেড থেকে হিজড়াদের অধিকার নিয়ে নানা দাবি তোলা হয়।
তবে দাবি-দাওয়ার চাইতে উৎসবের দিকেই উৎসাহ বেশি ছিল। রংচঙে সাজ পোশাকে নেচে গেয়ে হিজড়ারা এই র্যালিতে অংশ নেয়। হিজড়াদের এরকম এক র্যালি ঢাকায় খুবই অভিনব।
হিজড়াদের অনেকেই বলছেন, এরকম স্বাধীনভাবে র্যালি করতে পারে তারা খুব খুশি। সাগরিকা খানের মতো আরো অনেকেই বলেছেন যে ঢাকার বুকে প্রকাশ্যে স্বাধীনভাবে এরকম একটা র্যালি করা তাদের জীবনে এক অসাধারণ ঘটনা।
গত বছর এই সময়েই বাংলাদেশ সরকার তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
তাতে একজন মানুষকে নিজেকে নারী ও পুরুষ হিসেবে অধিকার দেওয়ার আগে হিজড়া হিসেবে পরিচয় দেওয়ার অধিকার দেওয়া হয়েছে। এর আগে তাদেরকে নারী বা পুরুষ হিসেবে পরিচয় দেওয়া হতো। সাগরিকা খান বলছেন, তাদের এখনও সামাজিক স্বীকৃতি মেলেনি। জয়া শিকদার বলেন যে হিজরা বলে তাদেরকে কেউ কাজ দিতে চায় না। কিন্তু ‘পেট’ যেহেতু আছে, তাই যতোটুকু ছেলেদের মতো হয়ে থাকা যায়। “তখন লুকিয়ে টুকটাক কিছু কাজ করা যায়।”
বাংলাদেশে এই হিজড়াদের সংখ্যা কতো তার কোনো প্রকৃত হিসাব নেই।
তারা বললেন, গত বছর তাদের স্বীকৃতি মিললেও তাদেরে জন্যে যে নীতিমালা গ্রহণ করা হয়েছিলো সেটা আজও সংসদে যায়নি। আইনেও পরিণত হয়নি।
জয়া শিকদার বললেন, সামনে জাতীয় সংসদের যে অধিবেশন বসছে তাতে যে এই নীতিমালা উপস্থাপন করা হয় তার জোর দাবি জানাচ্ছি।
তিনি বলেন, “শুধু জেন্ডার স্বীকৃতি দিলে। হয় না, সেটার জন্যে নীতিমালাও গ্রহণ করতে হয়।”
তারা বলেন যে এটা না হওয়ার কারণে তারা পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রে তাদের পরিচয় আলাদাভাবে উঠে আসছে না।
আর এ কারণে চাকরির সুযোগও তারা পাচ্ছেন না।