আল ইসলাহ'র দক্ষিণ সুরমা উপজেলা কাউন্সিল সম্পন্ন
সুন্দর সমাজ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে — মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০১৪, ৪:২৭ অপরাহ্ণ
দক্ষিণ সুরমা সংবাদদাতা ::
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, সমাজকে সুন্দর ও ইসলামের আকিদা বিশ্বাসকে সঠিক রাখতে হলে আল্লাহ ও তার রাসুলের আদর্শ বাস্তবায়ন করতে হবে। নিজেকে সেই আদর্শ বাস্তবায়নের খাদিম হিসাবে প্রস্তুত করতে ও প্রতিকূল অবস্থার মুকাবিলার জন্য বদরের সৈনিকদের মতো ঈমানী বলে বলীয়ান করতে হবে। তিনি আরও বলেন, কেবল জিকির ও খানেকা বাস্তবায়ন করলে হবে না, পাশাপাশি সুন্দর সমাজ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কেননা আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলী ছাহেব কিবলা শুধু খানেকার পীরই ছিলেন না। তিনি ইসলামের বিভিন্ন খেদমতের পাশাপাশি সমাজকে সুন্দর করার জন্য বিভিন্ন রকমের কাজ করে গেছেন। তিনি আরো বলেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে রাসুলের আদর্শকে বাস্তবায়নের জন্য আমারা কাজ করে যাচ্ছি। আনজুমানে আল ইসলাহ’র দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তিনি নিজ নিজ স্থানে অবস্থান করে ইসলাম রক্ষায় সকল মুসলমানদের এগিয়ে আসার আহ্বান জানান।
গতকাল ৯ নভেম্বর রোববার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার চণ্ডিপুলস্থ একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ দক্ষিণ সুরমা উপজেলা কাউন্সিল ও ইউনিয়ন অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা সভাপতি মাওলানা ফয়জুল আলম’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচএম ফয়ছল, সহ-সাধারণ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন ও সাংগঠনিক সম্পাদক হাফিজ নুরুল ইসলাম’র যৌথ পরিচালনায় উপজেলা কাউন্সিল ও ইউনিয়ন অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মাও. এ.কে.এম মনোওর আলী, কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শরিফ উদ্দিন, সিলেট জেলা সভাপতি মাওলানা আবু জাফর মো. নুমান, সিলেট মহানগর সাধারণ সম্পাদক মাও. আজির উদ্দিন পাশা, জেলা সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, কেন্দ্রীয় তালামিযের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, জেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা ছালেহ আহমদ, কেন্দ্রীয় নেতা মাওলানা রফিকুল ইসলাম খান, তালামিযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শরিফ উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. ইমাদ উদ্দিন নাসিরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা তালামীয সভাপতি মো. জাবেদুল হক, জালালপুর ইউনিয়ন আল ইসলাহর সভাপতি সাজিদুর রহমান, লালাবাজার ইউনিয়ন সভাপতি নিজাম উদ্দিন, সিলাম ইউনিয়ন সভাপতি হাফিজ মুশাহিদ আলী, তেতলী ইউনিয়ন সহ-সভাপতি হাফিজ আহমদ আলী, সাধারণ সম্পাদক আরশ আলী, দাউদপুর ইউনিয়ন সহ-সভাপতি মাও. এনামুল ইসলাম, মোল্লারগাঁও ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মাও. আব্দুস সালাম।
অনুষ্ঠানে মো. ফয়সল আহমদকে সভাপতি ও মাও. জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২৭ সদস্য বিশিষ্ট দক্ষিণ সুরমা উপজেলা শাখার নতুন কমিটি ঘেষণা করে নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠন করান কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী।