আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০১৪, ২:১৭ অপরাহ্ণ
আ ব দু ল হা মি দ মা হ বু ব – এ র এ ক গু চ্ছ ছ ড়া
মঞ্চ এখন তৈরি
সংশয়ের ঘোর আঁধারে
জাগছে আশা জবর
রাজাকারের ফাঁসি হবেই;
এটা গরম খবর।
একাত্তরে এই রাজাকার
খুন করেছে শতশত
সোহাগপুরে সেই মায়েরা
আজও আছে কান্নারত।
মঞ্চ এখন তৈরি আছে
সেই রাজাকার ঝুলাতে
স্বজনহারার মনের ব্যথা
পারবো তাতে ভুলাতে?
মনের ব্যথা থাকুক মনে
কলঙ্কটা মুছে যাক;
মঞ্চে তুলে ঝুলিয়ে তাদের
দেশের দায় ঘুচে যাক।
সাকিব আল হাসান
পর পর তারপর
হয়ে গেলো প্রমাণ
ক্রিকেটে এই দেশে
নেই তার সমান।
যারা তারে সাজা দিয়ে
লোক শুধু হাসান
চুনকালি মুখে ছুঁড়ে
সাকিব আল হাসান-
তার পথে হেঁটে গেলো
চায়নি তো পিছে
দেশটাকে উচ্ছ্বাস
এনে সেতো দিছে।
সাকিবের সফলতায়
দেশ আজ হাসে
দেশবাসী সব্বাই
তারে ভালোবাসে।
গরাদখানায় ভরুন তাকে
লেট লতিফের কিচ্ছা জানি;
ফাস্ট লতিফে ছাইড়া বাণী
পড়ছে এবার ফান্দেরে!
দেখছি সবাই দাঁড়াইয়া
চাকরি ব্যাটায় হারাইয়া
মুখ লুকিয়ে কান্দেরে।
এতে মানুষ শান্ত রবে?
গদি কি আর রক্ষা হবে?
যাচ্ছে নাতো ঠিক বুঝা!
বলতে পারি উনার কাছে
একটা পথ খোলা আছে
সেই পথটা খুব সোজা।
ফিরলে দেশে ধরুন তাকে
গরাদখানায় ভরুন তাকে।
১ নভেম্বর, ২০১৪
রাজধানী ঢাকা
সেইখানও আলোকিত
যায়নি তো রাখা।
এই বেশ ভালো তো!
আলো নেই কোনো খানে
সারাদেশ কালো তো।
সব সীমা ছাড়িয়ে
গেলো গেলো চলে গেলো
বিদ্যুৎ হারিয়ে।
হাততালি শাব্বাস!
আঁধারেতে পুরো দেশ
অবস্থা হাঁস ফাঁস।