রাজনগরে দুলাভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করল শ্যালিকা
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০১৪, ১০:৫১ পূর্বাহ্ণ
আব্দুর রহমান সোহেল ::
মৌলভীবাজারের রাজনগরে দুলাভাইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক শ্যালিকা। এ ব্যাপারে রাজনগর থানায় ধর্ষণের শিকার শ্যালিকা (বয়স ১৯) মামলা করেছেন। রাজনগর থানার পুলিশ দুলাভাইকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠিয়েছে। এ দিকে ধর্ষণের শিকার শ্যালিকাকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, উপজেলার হাটি করাইয়া গ্রামের আতর আলীর ছেলে আকামত আলীর (৩২) স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না বেশ কিছুদিন থেকে। এ নিয়ে তার স্ত্রী আদালতে মামলাও করেন। এই সুযোগে তিনি শ্যালিকাকে ফুসলাতে থাকেন। এক পর্যায়ে গত ২২ মে আকামত আলী শ্যালিকাকে অপহরণ করে নিয়ে কমলগঞ্জের বিক্রমকলস গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে তুলেন।
এ দিকে শ্যলিকাকে অপহরণের পর তার শ্বশুর আদালতে অভিযোগ করলে তিনি (আকামত আলী) ১৯ আগস্ট আদালতে শ্যালিকাকে হাজির করেন। পরে আদালত ওই শ্যালিকাকে তার পিতার জিম্মায় দেন। বোনকে রেখে শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে শ্যালিকা বাদী হয়ে রাজনগর থানায় মামলা (মামলা নম্বর-১০; ৯-১১-১৪) করেন।
রাজনগর থানায় আটক দুলাভাই আকামত আলী পূর্বদিককে বলেন, আমি তাকে অপহরণ করিনি বলে সে (শ্যালিকা) আদালতে বলেছে। আমার ইংল্যান্ড প্রবাসী এক বড় ভাইয়ের সঙ্গে আমার স্ত্রীর পরকীয়া সম্পর্ক হওয়ায় আমাদের মধ্যে অশান্তি দেখা দেয়। এ নিয়ে আমার বিরুদ্ধে স্ত্রী মামলা করেন। আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, আকামত আলী পুলিশের কাছে অপহরণ ও ধর্ষণের স্বীকারোক্তি দিয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।