উচ্চাভিলাষী “মেট্রোরেল” আইনের খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০১৪, ৯:২৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মেট্রোরেল আইন-২০১৪ এর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা।
আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, মেট্রোরেল পরিচালনা, নিয়ন্ত্রণ ও প্রবিধানসহ এর কর্মকাণ্ডকে আইনগত ভিত্তি প্রদানের লক্ষ্যে ‘মেট্রোরেল আইন, ২০১৪’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা।
তিনি জানান, বৈঠকে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিদ্যুৎ আদান-প্রদানে সার্ক ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট ফর এনার্জি কো-অপারেশন (ইলেকট্রিসিটি) এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।
এছাড়াও বৈঠকে মন্ত্রিসভা ‘সরকারি বেসরকারি অংশীদারিত্ব আইন-২০১৪’ ও ‘ফিন্যান্সিয়াল রিপোর্ট আইন ২০১৪’ এর খসড়াও চূড়ান্ত অনুমোদন করেছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।