রায় পুনর্বিবেচনার আবেদনের প্রস্তুতি নিচ্ছেন কামারুজ্জামান
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০১৪, ৭:১১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বাংলাদেশে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান তার ফাঁসির রায় পুর্নর্বিবেচনার আবেদনের প্রস্তুতি নিচ্ছেন।
গতকাল রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে তার আইনজীবীরা বলেছেন, সেই আবেদন বা রিভিউ পিটিশনের সুরাহা হওয়ার পরই প্রেসিডেন্টে কাছে প্রাণ ভিক্ষার কথা তারা ভাববেন।
কামারুজ্জামানের মৃত্যুদণ্ড সুপ্রিম কোর্টে বহাল থাকার পর এক সপ্তাহ পরও, সাজা কার্যকরের প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি এবং বিতর্ক চলছে। রাষ্ট্রপক্ষ থেকে বলার চেষ্টা করা হচ্ছে যে মৃত্যুদণ্ডের রায়ের রিভিউ পিটিশনের কোনো সুযোগ নেই। আসামীপক্ষ বলছে, সেই সুযোগ আছে।
রায়ের রিভিউ পিটিশন সম্ভব কিনা বা রাষ্ট্রপতির কাছে তার ক্ষমা চাওয়ার সময় আসলে কতটা সেনিয়ে বিতর্কের মাঝেই সংবাদ সংবাদ সম্মেলনে কামারুজ্জামানের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেলেই তারা রিভিউ পিটিশন করবেন।
আপিল বিভাগের নিয়মই হলো যদি কেউ রিভিউ পিটিশন দাখিল করতে চায় তাহলে তার পূর্ণাঙ্গ রায়ের কপি তার সাথে যুক্ত করে দিতে হয় এই কপি প্রকাশের অপেক্ষায় রয়েছেন তারা।
“আপিল বিভাগের নিয়মই হলো যদি কেউ রিভিউ পিটিশন দাখিল করতে চায় তাহলে তার পূর্ণাঙ্গ রায়ের কপি তার সাথে যুক্ত করে দিতে হয়।”
তবে বাংলাদেশের এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, “যুদ্ধাপরাধের অপরাধে দণ্ডিত ব্যক্তি কোনো প্রতিকারের জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করতে পারেন না। বাংলাদেশের সংবিধানে এটাই বলা হয়েছে।” তবে তিনি বলছেন, এই বিষয়টি খানিকটা নির্ভর করে আদালতের উপর।
এই একই বিষয়ে বিতর্ক হয়েছিল গত বছর ডিসেম্বরে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আর এক জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার রায়ের রিভিউ পিটিশন করা নিয়ে। যেহেতু এই বিষয়টি নিয়ে এখন নানা রকম যুক্তি তর্ক শুরু হয়েছে, আমরা আশা করি আপিল বিভাগ সবাই যাতে রায়টি দ্রুত হাতে পায় সেই ব্যবস্থা করবে।
সেই পিটিশন তখন খারিজ করে দেয় আদালত, যার পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশিত হয়নি।
এটর্নি জেনারেল মাহবুবে আলম বলছেন, ঐ রায় পাওয়া গেলে তাতে একটি ব্যাখ্যা মিলবে এবং তা থেকেই বোঝা যাবে কামারুজ্জামান রিভিউ পিটিশন করতে পারবেন কিনা। ঐ রায় পাওয়া গেলে বিষয়টি স্পষ্ট হবে।
মাহবুবে আলম বলছেন, “যেহেতু এই বিষয়টি নিয়ে এখন নানা রকম যুক্তি তর্ক শুরু হয়েছে, আমরা আশা করি আপিল বিভাগ সবাই যাতে রায়টি দ্রুত হাতে পায় সেই ব্যবস্থা করবে।”
কামারুজ্জামানের আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, কাদের মোল্লার রিভিউ পিটিশনের রায় প্রকাশ না হলে তাদের পিটিশন নিয়ে এগুতে কোন বাধা থাকবে না।