শ্রীমঙ্গলে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০১৪, ৫:২১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
শ্রীমঙ্গল-মিরপুর সড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক (৩৮) নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আজ ১০ নভেম্বর সোমবার সকাল ৮টার দিকে কামাইছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে নিহত চালকের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থেকেএকটি ট্রাক মিরপুর যাচ্ছিলো। পথে কামাইছড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালকের মৃত্যু হয়। দুর্ঘটনায় ট্রাক ও পিকআপ ভ্যানে থাকা আরো পাঁচজন আহত হয়।
শ্রীমঙ্গল হাইওয়ে থানার উপ-সহকারীপরিদর্শক (এসআই) মো. নানু মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।