“ অতীতে নির্বাচিতরা চা বাগানে বিভেদ সৃষ্টি করে নিজেরা লুটপাট করেছে ” — সৈয়দ মহসীন আলী
প্রকাশিত হয়েছে : ৯ নভেম্বর ২০১৪, ৪:০১ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী বলেছেন, দেশের চা শ্রমিকদের ভাগ্যোন্নয়নে প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরাসরি ভূমিকা পালন করছেন। চা শ্রমিকদের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে। অতীতে নির্বাচিতরা চা বাগানে বিভেদ সৃষ্টি করে নিজেরা লুটপাট করেছে।
আজ ৯ নভেম্বর রবিবার দুপুর দেড়টার দিকে শ্রীমঙ্গল পৌরসভা মাঠে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ৫০তম বার্ষিক সাধারণ সভা ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী চা বাগান মালিকদের উদ্দেশ্যে বলেন, চা বাগানের শ্রমিকদের বঞ্চিত করে বাগান মালিকদের নিজের উন্নয়ন করতে দেয়া হবে না। মন্ত্রী জোর দিয়ে বলেন, চা অধ্যুষিত এ অঞ্চলেই দ্বিতীয় চা নিলাম কেন্দ্র স্থাপন করা হবে যাতে চায়ের দাম তিনশ টাকা দরে সাশ্রয়ী মূল্যে যেন এলাকার মানুষ চা পানের সুযোগ পান।
চা শ্রমিকদের মন্ত্রী বলেন, আপনারা চা বাগানের উন্নয়নে মালিক শ্রমিক মিলে কাজ করুন।
বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সভাপতি এম ইকবাল চৌধুরী ও সাধারন সম্পাদক মো. জাকারিয়ার পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ ( সংরক্ষত নারী আসন মৌলভীবাজার-সুনামগঞ্জ) অ্যাড. শামছুন নাহার বেগম, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান, সাবেক এআইজি বজলুল করিম, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব।
অনুষ্ঠানে জেএসসি ও এসএসসি পরীক্ষায় উর্ত্তীণ মেধাবী ৮৪ জন ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।বিটিইএসএ সারা দেশে মোট ১২টি অঞ্চল নিয়ে গঠিত। বর্তমানে সংগঠনের মোট সদস্য সংখ্যা প্রায় ২৫২৭জন। যারা দেশের ১৬৩টি চা বাগানের কর্মকর্তা ও কর্মচারী ।