“জামায়াত আজ ইসলামকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে” — আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
প্রকাশিত হয়েছে : ৯ নভেম্বর ২০১৪, ১:৫৫ অপরাহ্ণ
ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা ::
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী বলেছেন, জামায়াতের সাথে আওয়ামী লীগেরই বেশি সখ্যতা ছিল গত এরশাদ সরকারের আমলে। তিনি বলেন জামায়াত আজ ইসলামকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। এই জামায়াতের আলেমদের ইসলামী সার্টিফিকেট দেয়া যায় না। আজ বর্তমান সরকারের ঘাড়ে চেপে ধরেছে নাস্তিক আর মুরতাদ। যেমনি অতীতে বিএনপি’র ঘাড়ে চেপে ধরেছিল জামায়াত। এজন্যই দেশে একের পর এক নাস্তিক আর মুরতাদদের আবির্ভাব ঘটছে। এদের বিরুদ্ধে প্রত্যেক মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে।
গতকাল ৮ নভেম্বর শনিবার দুপুরে ফেঞ্চুগঞ্জে স্থানীয় বনছায়া কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি হাফিজ মো. তরিকুল ইসলাম তোফা। সহ-সভাপতি শামসুদ্দোহা খান রাসেলের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ময়নুল ইসলাম পারভেজ, দপ্তর সম্পাদক মাও. আলমগীর হোসেন, সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা আবু জাফর মো. নোমান, সাধারণ সম্পাদক মাও. শুয়াইবুর রহমান, সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. আজির উদ্দীন পাশা ও সিলেট জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা হারুনুর রশিদ।
কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী আরও বলেন, “লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ” এই নামটি বেহেশতের চৌকাঠের মধ্যে লিপিবদ্ধ রয়েছে অথচ ইসলামী ভাষ্যকার নামধারী কুখ্যাত তারেক মনোয়ার বক্তব্য রেখেছে মুহাম্মাদূর রাসুলুল্লাহ (সা.) নাকি আল্লাহর নামের সাথে বলা যবে না ! নাউজুবিল্লাহ । তিনি নাস্তিক মুরতাদ আর ইসলামের অপ-প্রচারকারীদের বিরোদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে আইন প্রণয়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে মাও. হাজী মো. নূরুল হুদাকে সভাপতি, মাও. আব্দুল মালেককে সিনিয়র সহ-সভাপতি ও মাও. শামসুদ্দোহা খান রাসেলকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৩৪ সদস্যবিশিষ্ট বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার নতুন কমিট গঠন করা হয়।