কারবালার ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তালামীয কর্মীদের ত্যাগী হতে হবে — মাও. আহমদ হাসান চৌধুরী ফুলতলী
প্রকাশিত হয়েছে : ৯ নভেম্বর ২০১৪, ১২:৫০ অপরাহ্ণ
সুনামগঞ্জ সংবাদদাতা ::
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেছেন কারবালার ইতিহাস ত্যাগ শিক্ষার ইতিহাস। কারবালার প্রান্তরে হযরত ইমাম হোসাইন (রা.) ইসলামকে সমুন্নত রাখতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে মর্মান্তিক শাহাদাত বরণ করেছিলেন। তাঁর এ শাহাদাত মুমিনদেরকে ইসলামের পথে উজ্জ্বীবিত করে। তাই ইসলামকে এদেশে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে কারবালার ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তালামীয কর্মীদের ত্যাগী হতে হবে।
তিনি গতকাল ৮ নভেম্বর শনিবার বিকেলে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখা আয়োজিত সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা সভাপতি মুহিবুর রহমান আক্তারের সভাপতিত্বে ও সধারণ সম্পাদক নাজমুল হুদা মিসবাহ’র পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম। বিশেষে অথিতি হিসেবে বক্তব্য রাখেন সিলেট দক্ষিণ সুরমা উপজেলার ভাইস চেয়ারম্যান মাও. ইমাদ উদ্দিন নাসিরী, সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শরীফ উদ্দিন, শিক্ষা সংষ্কৃতি বিষয়ক সম্পাদক রেদওয়ান আহমদ চৌধুরী, সহ-শিক্ষা সংষ্কৃতি বিষয়ক সম্পাদক আবুল ফজল মো. ত্বোহা, সিলেট পূর্ব জেলা সভাপতি মো. উসমান গনি, সাবেক সুনামগনজ জেলা সভাপতি মাহমুদুর রহমান আজাদ, হবিগঞ্জ জেলা সহ-সভাপতি আবদুল মুহিত রাসেল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-নেসার আহমদ সাকি, রফিকুল ইসলাম তালুদদার, মো. জহিরুল ইসলাম,সালেক আহমদ সুমন, ইয়াহইয়া সুজাত, আবুল হোসেন নুমান প্রমুখ।