গাজীপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ১৭
প্রকাশিত হয়েছে : ৯ নভেম্বর ২০১৪, ১২:১৮ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
গাজীপুরে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ১৭জন। গুলিবিদ্ধ স্বপন নিজেদের কর্মী বলে দাবি করেছে বিএনপি। আহতদের মধ্যে পুলিশের এক কর্মকর্তা রয়েছেন।
এ ঘটনায় আটক করা হয়েছে চার বিএনপি কর্মীকে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার বেলা ১২টার দিক জেলা বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করলে জেলা কার্যালয়ের সামনে এ সংর্ঘের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় বিএনপির দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচি সফল করতে সকাল থেকেই শহরের রাজবাড়ি রোডের জেলা কার্যালয়ে সমবেত হতে থাকেন দলের নেতা-কর্মীরা। এ সময় নেতা-কর্মীদের ভিড়ে বেলা ১২টার দিকে রাজবাড়ি রোডের যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ তাদের রাস্তা থেকে সরানোর চেষ্টা করলে তারা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের মধ্যে শুরু হয় সংঘর্ষ।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, এ সময় তাদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে পুলিশ। এতে স্বপন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে আটক করা হয় চারজনকে। পরে দুপুর ১টার দিকে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান রেজা জানান, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় সহকারী পুলিশ সুপার (সার্কেল) সঞ্জিব কুমার আহত হয়েছেন। তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।