প্রধানমন্ত্রী ২৯ নভেম্বর হবিগঞ্জ আসছেন
প্রকাশিত হয়েছে : ৯ নভেম্বর ২০১৪, ৮:২৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৯ নভেম্বর হবিগঞ্জ আসছেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হচ্ছে উদ্বোধনের অপেক্ষায় নির্মিত প্রতিষ্ঠানগুলো। এ জেলার বাসিন্দারা মুখিয়ে আছেন প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দাবি-দাওয়া উপস্থাপনের জন্য। জেলাবাসীর দাবির প্রেক্ষিতে ইতিমধ্যেই দলীয় ফোরামেও মেডিকেল কলেজ এবং কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী ২৯ নভেম্বর সকাল সাড়ে ১০টায় তিনি বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকায় অবস্থান করবেন। এ সময় তিনি বিবিয়ানা গ্যাস সম্প্রসারণ প্রকল্প, বিবিয়ানা-ধনুয়া ৩৬ ইঞ্চি বিশিষ্ট উচ্চচাপ গ্যাস পাইপ সঞ্চালন লাইন, বিবিয়ানা বিদ্যুৎ প্ল্যান্ট-২ (৩৪১ মেগাওয়াট), ঢাকা-সিলেট জাতীয় মহাসড়ক (এন-২) হাইওয়ে হতে বিবিয়ানা পাওয়ার প্ল্যান্ট সংযোগ সড়ক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন করবেন।
এছাড়া বিবিয়ানা বিদ্যুৎ প্ল্যান্ট-১ (দক্ষিণ, ৩৮৩ মেগাওয়াট), বিবিয়ানা বিদ্যুৎ প্ল্যান্ট -৩ (উত্তর, ৪০০ মেগাওয়াট), বিজনাই ব্রিজ, রসুলপুর-রইছগঞ্জ-পানিউমদা রাস্তা ৯০.১০০ মিটার গার্ডার আরসিসি ব্রিজ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। নামাজ ও মধ্যাহ্ন বিরতির জন্য দুপুর পৌনে ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত তিনি সার্কিট হাউজে অবস্থান করবেন। বেলা ২টায় জেলা সদরের নিউফিল্ডে জনসভাস্থলে উদ্বোধন করবেন আধুনিক স্টেডিয়াম, ডায়াবেটিক হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট, জেলা পরিষদ অডিটোরিয়াম ও কমিউনিটি সেন্টার, জেলা শিল্পকলা একাডেমি ভবন, সার্ভার স্টেশন, আলেয়া জাহির কলেজ, জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি অফিস ভবন। এছাড়া ভিত্তি প্রস্তর স্থাপন করবেন শাহজীবাজার (৩০০ মেগাওয়াট) কম্বাইন্ড সাইকেল কাওয়ার প্ল্যান্টের। পরে প্রধানমন্ত্রী জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন। প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব-১ মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে এসব তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী এর আগে ২০০০ সালে হবিগঞ্জ জেলা সদরে সফরে এসেছিলেন।