রংপুরে ১৩ জামায়াত-শিবির নেতাকর্মী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৯ নভেম্বর ২০১৪, ৮:০৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
রংপুরের মিঠাপুকুর উপজেলায় জামায়াত-শিবিরের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ৯ নভেম্বর রোববার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার নেতাকর্মীরা হলেন- উপজেলা জামায়াতের নেতা ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবদুল হাদী ও পায়রাবন্দ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবদুস সামাদ।
অন্যরা হলেন- শিবিরকর্মী আহাম্মদ হোসেন, লাবিব আহসান, মজিবুর রহমান, আবদুর রউফ, নুর হোসেন, নূরুল হক, হাবিবুর রহমান, মনসুর রহমান, খাদেমুল ইসলাম, আবদুর রউফ মাকরা ও আতাউর রহমান।
মিঠাপুকুর থানার পরিদর্শক নজরুল ইসলাম জানান, আগুন দিয়ে যাবাহন পোড়ানো, নাশকতা ও বিস্ফোরক তৈরির মামলার আসামী। আজ দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে রংপুর কেন্দ্রীয় কারাগারের হাজতে পাঠানো হয়েছে।