খালেদার বিরুদ্ধে দুর্নীতির ২ মামলায় ২৪ নভেম্বর আবার সাক্ষ্যগ্রহণ
প্রকাশিত হয়েছে : ৯ নভেম্বর ২০১৪, ৭:৫০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্টে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুই মামলায় আগামী ২৪ নভেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
আজ রোববার খালেদা জিয়ার উপস্থিতিতে পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে মামলার বাদী দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদের সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিনে উভয়পক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেন।
এ দুই মামলার বিষয়ে খালেদা জিয়ার করা লিভ টু আপিল উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে জানিয়ে এদিন আদালতে সময় চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে আদালত ২৪ নভেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন নির্ধারণ করেন।
বিএনপি চেয়ারপারসনের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন জানান, খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে করা দুই মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে হাইকোর্ট করা আবেদন খারিজ হয়ে গেলে লিভ টু আপিল করা হয়, যা এখন উচ্চ আদালতে বিচারাধীন। বিষয়টি আদালতকে জানিয়ে সময় চেয়ে আবেদন করা হলে আদালত ২৪ নভেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেন।
২৪ নভেম্বর খালেদা জিয়া আদালতে উপস্থিত থাকবেন কি-না জানতে চাইলে তিনি জানান, ওইদিন বিএনপি চেয়ারপারসনের একটি জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। বিষয়টি উল্লেখ করে আদালতকে জানানো হয়েছে, ওইদিন খালেদা জিয়ার পক্ষে আদালতে হাজির হওয়া সম্ভব না-ও হতে পারে। জবাবে আদালতে বলেছেন, এটা সেদিন দেখা যাবে।
এর আগে সর্বশেষ গত ৩ সেপ্টেম্বর এ দুই মামলায় আদালতে হাজিরা দেন খালেদা জিয়া। এরপর গত ২২ সেপ্টেম্বর শুনানির নির্ধারিত দিনে খালেদা জিয়া আদালতে হাজির না হলে তার অনুপস্থিতিতেই মামলার বাদীর আংশিক সাক্ষ্যগ্রহণ হয়।
২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুদক। এ ছাড়া জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় আরো একটি মামলা করে দুদক। এই দুই মামলায় ১৯ মার্চ খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।