নবীগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জাপার এমপিদের ওপর ক্ষিপ্ত হলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৯ নভেম্বর ২০১৪, ৭:০৭ পূর্বাহ্ণ
হবিগঞ্জ সংবাদাদদাতা ::
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় পাশে দাঁড়ানো জাতীয় পার্টির (এরশাদ) সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু ও ইয়াহিয়া চৌধুরী এহিয়াকে দূরে সরে যেতে বললেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। একই সঙ্গে তার স্থানে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য কেয়া চৌধুরীকে তার পাশে স্থান দিতে বলেন প্রতিমন্ত্রী। এ সময় প্রতিমন্ত্রী নসরুল হামিদ জাতীয় পার্টির নেতাকর্মীদের সম্পর্কে বিরূপ মন্তব্যও করেন।
গতকাল ৮ নভেম্বর শনিবার বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাস ফিল্ডস এলাকায় সাংবাদিকদের সামনে কথা বলার সময় এ পরিস্থিতির অবতারণা হয়।
স্থানীয়সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিনভর বিদ্যুৎ, জ্বালানিও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অবস্থিত বিবিয়ানা গ্যাস ফিল্ডস ও বিবিয়ানা বিদ্যুৎ কেন্দ্র-২এর উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। বিবিয়ানা গ্যাস ফিল্ডস পরিদর্শন ও মধ্যহ্ন ভোজ শেষে প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের মুখোমুখি হন। এ সময় প্রতিমন্ত্রীর পাশে দাঁড়ানো ছিলেন হবিগঞ্জ-১(নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য জাপানেতা এমএ মুনিম চৌধুরী বাবু, সিলেট-২ (বালাগঞ্জ-বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য জাপা নেতা ইয়াহিয়া চৌধুরী এহিয়া, হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আওয়ামীলীগ নেত্রী আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ডা. মুশফিক হোসেন চৌধুরী ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী প্রমুখ।
এক পর্যায়ে প্রতিমন্ত্রী নসরুল হামিদ জাপাএমপিদের প্রতি ক্ষুব্ধ হয়ে বলে ওঠেন, জাতীয় পার্টির নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা কাছে আসতে পারেন না। আপনারা দূরে সরে আওয়ামীলীগের নেতাকর্মীকে জায়গা করে দিন। এ সময় জাপার দুই এমপি এমএ মুনিমচৌধুরী বাবু ও ইয়াহিয়া চৌধুরী এহিয়া মলিন মুখে দূরে সরে গেলে আওয়ামী লীগ নেত্রী সংরক্ষিত নারী আসনেরএমপি কেয়া চৌধুরী প্রতিমন্ত্রীর পাশে এসে দাঁড়ান।