দুর্নীতির মামলায় হাজিরা দিতে বিশেষ আদালতে খালেদা
প্রকাশিত হয়েছে : ৯ নভেম্বর ২০১৪, ৬:০৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্টে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা দুই মামলায় হাজিরা দিতে আদালতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ রোববার সকাল ১১টার দিকে রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে হাজির হন খালেদা জিয়া।
এদিন ঢাকার তৃতীয় বিশেষ জজ বাসুদেব রায়ের আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে করা দুর্নীতির দুই মামলার বাদী দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদের সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারিত রয়েছে।
এর আগে সর্বশেষ গত ৩ সেপ্টেম্বর এ দুই মামলায় আদালতে হাজিরা দেন খালেদা জিয়া। এরপর গত ২২ সেপ্টেম্বর শুনানির নির্ধারিত দিনে খালেদা জিয়া আদালতে হাজির না হলে তার অনুপস্থিতিতেই মামলার বাদীর আংশিক সাক্ষ্যগ্রহণ হয়।
২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুদক। এ ছাড়া জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় আরো একটি মামলা করে দুদক। এই দুই মামলায় ১৯ মার্চ খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।