বড়লেখায় “মানব সম্পদ উন্নয়ন ও ডিজিটাল কর্মসংস্থান” শীর্ষক মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ৯ নভেম্বর ২০১৪, ৫:৩০ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখায় “মানব সম্পদ উন্নয়ন ও ডিজিটাল কর্মসংস্থান” শীর্ষক মতবিনিময় সভা গতকাল ৮ নভেম্বর শনিবার নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ ও উপজেলার প্রশাসনের অয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
দুপুরে কলেজ মিলনায়তনে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমানের সভাপতিত্বে ও উপাধক্ষ্য হেলাল উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।
অন্যানদের মাঝে বক্তব্য রাখেন প্রভাষক হাসান আহমদ, শিক্ষক দেলোয়ার হোসেন সোহাগ, সাইফুল ইসলাম অপু প্রমুখ।