জুড়ী সীমান্তে ৪১ বোতল ফেন্সিডিলসহ নারী আটক
প্রকাশিত হয়েছে : ৯ নভেম্বর ২০১৪, ৫:১৯ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়ন থেকে এক নারী মাদক ব্যাবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল ৮ নভেম্বর শনিবার বিকেল সাড়ে ৪ টায় বিরইনতলা গ্রাম থেকে আটক করা হয়।
আটককৃত নারী হুছনে আরা বেগম (৩৩) একই ইউনিয়নের পূর্ব বিঠুলী গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।
আটককৃত নারীর কাছ থেকে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি।
ফুলতলা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হাবিবুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আইন অনুযায়ী মাদকদব্য নিয়ন্ত্রন আইনে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।