কমলগঞ্জে বিদ্যুৎ লাইন চালুর ৭ দিনের মাথায় ট্রান্সফরমার চুরি
প্রকাশিত হয়েছে : ৯ নভেম্বর ২০১৪, ৫:১৩ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীসূর্য এলাকায় নতুন বিদ্যুৎ লাইন চালুর সাত দিনের মাথায় দু’টি ট্রান্সফরমার চুরি হয়েছে। গত ৯ অক্টোবর শুক্রবার দিবাগত রাতে ট্রান্সফরমার চোর চক্র টিকরপাড়া ও নোয়াগাও এলাকা থেকে ট্রান্সফরমার দু’টি চুরি করে নেয়।
গ্রামবাসীরা জানান, গত ৩১ অক্টোবর শনিবার আনুষ্ঠানিকভাবে শ্রীসূর্য এলাকায় ১১ কি.মি. নতুন বিদ্যুৎ লাইনের উদ্বোধন করা হয়। সাত দিনের মাথায় ওই এলাকার দু’টি গ্রাম থেকে ১৫ কেভির দু’টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। এছাড়াও শ্রীসূর্য এলাকার আরও একটি ট্রান্সফরমার চুরির চেষ্টা করে চোর চক্র। এ দু’টি ট্রান্সফরমার স্থাপনে বিদ্যুৎ অফিসকে ৩৮ হাজার টাকা করে জমা দিতে হবে বলে গ্রামবাসীরা জানান।
এ ব্যাপারে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, তিনি বিষয়টি জানেন না। খোঁজ নিয়ে দেখবেন। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ভারপ্রাপ্ত জিএম প্রকৌশলী এসএম হাসনাত হাসান বলেন, ট্রান্সফরমার চুরির বিষয়ে থানায় অভিযোগ করা হবে।