মাওলানা কমরুদ্দিন চৌধুরী
প্রকৃত ইতিহাস যাচাইয়ের মাধ্যমে জানা যাবে আশুরার মূল তাৎপর্য
প্রকাশিত হয়েছে : ৮ নভেম্বর ২০১৪, ১২:০৩ অপরাহ্ণ
হজরত শাহজালাল ডি ওয়াই কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা কমরুদ্দিন চৌধুরী ফুলতলী বলেন, ইসলামের ইতিহাস সব সময়ই করুন। করুন ইতিহাসের মাঝে আরো করুন হচ্ছে আশুরার ইতিহাস। ইসলামের প্রত্যেকটা ইতিহাস যাচাইয়ের মাধ্যমে ই পাওয়া যাবে কোনটা আসল আর কোনটা নকল। তাই প্রকৃত ইতিহাস জানার জন্য নিরব না থেকে আমাদের জাগ্রত হতে হবে। কারবালার প্রকৃত ইতিহাস যাচাইয়ের মাধ্যমে জানা যাবে আশুরার মূল তাৎপর্য।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা শাখার আয়োজনে ‘‘ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক” সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
প্রধান অতিথি আরো বলেন, বর্তমান যুগ মিডিয়ার যুগ। এ যুগে এসে মুসলামানরা দুই কাফেলায় বিভক্ত হয়ে গেছে। একটি হচ্ছে এজিদি কাফেলা, অন্যটি হোসাইনী কাফেলা। মিডিয়াতে প্রচাররের মাধ্যমে কেউ কেউ এজিদকে নির্দোষ প্রমাণ করতে চাচ্ছেন, অন্যদিকে আহলে সুন্নতের আক্বিদা হল এজিদ চিরদোষী। এজিদের উপর কিয়ামত পর্যন্ত লা’নাত বর্ষিত হবে। কেননা কারবালার যুদ্ধে শহীদ হওয়া নারী, শিশু ও ইমাম হোসাইন ছিলেন নির্দোষ। তাদের হত্যার জন্য আদেশ কিংবা কারবালার যুদ্ধের হুকুমদাতা ছিল এই এজিদ। সুতরাং এজিদ কখনো নির্দোষ হতে পারে না।
শাখা সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক আফসার আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন আনজুমানে আল ইসলাহর স্থায়ী কমিটির সদস্য মাওলানা আব্দুল কাইয়ূম সিদিকী, মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা এমএ আলীম।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় তালামীযের প্রশিক্ষণ সম্পাদক ওয়ালিউর রহমান সানী, জেলা আল ইসলাহর সহ সভাপতি মাওলানা শফিকুর রহমান, সহ সাধারণ সম্পাদক হাফিয এনামুল হক, মাওলানা মুহিবুর রহমান, জেলা তালামীযের সভাপতি কাউছার আহমদ, সাবেক সভাপতি মাওলানা ফয়জুল ইসলাম, শফিকুল আলম সুহেল, সহ সাধারণ সম্পদক বেলাল উদ্দিন কামরান, প্রচার সম্পাদক মুসলেহ উদ্দিন সাইফুল্লাহ, সদর উপজেলা সভাপতি রাজন আহমদ, কলেজ সভাপতি সাজিদুল ইসলাম জুয়েল, মিছবাউর রহমান, মাহমুদ আলী, টাউন কামিল মাদরাসার সহ সভাপতি মাসুক আহমদ, জুনেদ আহমদ, মামুনুর রশীদ, মাহবুবুর রহমান প্রমুখ।