রোববার সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ৮ নভেম্বর ২০১৪, ৬:৫৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
৭ নভেম্বর উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পাওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।
আজ শনিবার বেলা সোয়া ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, রোববার ঢাকা মহানগীরসহ সারাদেশের জেলা শহরে প্রতিবাদ বিক্ষাভ কর্মসূচি পালিত হবে। কর্মসূচি পালনে সবাইকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি।
ফখরুল বলেন, এই সরকার সভা, সমাবেশ ও রাজনৈতিক বক্তব্য রাখার অধিকার কেড়ে নিয়েছে। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আবেদন করেছিলাম। অথচ দেওয়া হয়নি।
প্রসঙ্গত, ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। তবে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।