সীমান্তের ডাক পত্রিকার সম্পাদকের পদত্যাগ
প্রকাশিত হয়েছে : ৮ নভেম্বর ২০১৪, ৬:৩০ পূর্বাহ্ণ
নাজমুল ইসলাম ::
কুলাউড়া থেকে প্রকাশিত সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক আজিজুল ইসলাম পদত্যাগ করেছেন।
গত ১ নভেম্বর তিনি প্রকাশক বরাবরে পদত্যাগপত্র প্রেরণ করেন। ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি পদত্যাগ করেছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন।
তার দায়িত্ব পালনকালীন সময়ে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
সাপ্তাহিক সীমান্তের ডাকের সম্পাদকের পদ থেকে পদত্যাগ করলেও তিনি দৈনিক যুগান্তরের কুলাউড়া প্রতিনিধি ও সিলেট থেকে প্রকাশিত দৈনিক সিলেট বাণী পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে সাংবাদিকতার সাথে সম্পৃক্ত থাকবেন।