সিলেটে শাবি’র শিবির নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৮ নভেম্বর ২০১৪, ৬:২২ পূর্বাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
সিলেটে শাহজালাল বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রশিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার হওয়া মামুনুর রশিদ বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। সে শাহপরান হল শিবিরের সেক্রেটারি এবং সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড শিবিরের সাবেক সভাপতি। গতকাল ৭ নভেম্বর শুক্রবার রাতে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে থেকে তাকে গ্রেফতার করে মহানগরীর জালালাবাদ থানা পুলিশ
গ্রেফতার হওয়া মামুনুর রশিদের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায়। এ বিষয়ে এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে শাবি ছাত্রলীগ নেতা উত্তমের ওপর হামলা, ক্যাম্পাসে ও হরতাল চলাকালে নগরীতে গাড়িসহ একাধিক মামলা রয়েছে।
এদিকে, মামুনুর রশিদ বিভিন্ন সময়তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের স্ট্যাটাসে রাষ্ট্র ও সরকার বিরোধী একাধিক মন্তব্য লিখতেন।সম্প্রতি ফেইসবুকে ওয়ালে তিনি একটি মন্তব্যে লিখেছেন, ‘কিসের পরীক্ষা, কিসের পড়া-লেখা, নির্দেশ চাই… বাংলাদেশকে আওয়ামী কবরস্থান বানিয়ে দেওয়ার। ৫ তারিখে পরীক্ষা ছিল পড়তে মন বসছে না। এত অন্যায় আর সহ্য হচ্ছে না।’ এছাড়া, শিশুদের নিয়ে হরতালের সমর্থনে করা মিছিলের ছবিসহ যুদ্ধাপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতাদের পক্ষে মন্তব্যসহ ছবি ফেসবুকওয়ালে পোস্ট করেছেন মামুনুর রশিদ। তথ্য প্রমাণ হিসেবে এগুলোও সংগ্রহ করা হয়েছে বলে জানান ওসি আখতার হোসেন।