সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পায়নি বিএনপি
প্রকাশিত হয়েছে : ৮ নভেম্বর ২০১৪, ৬:১০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ ৮ নভেম্বর শনিবার সমাবেশের অনুমতি পায়নি বিএনপি।
পূর্ব ঘোষিত এ সমাবেশের অনুমতি বিষয়ে জানতে গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ে যান বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু ও অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম। তবে সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের না পেয়ে তারা ফিরে আসেন।
পরে আবদুস সালাম সাংবাদিকদের জানান, সংশ্লিষ্ট কর্মকর্তাদের না পেয়ে কিছু সময় অপেক্ষার পর তারা চলে আসেন। একই সঙ্গে তিনি এও বলেন, ‘অনুমতি পাওয়া না পাওয়ার বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।’
৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আজ শনিবারের সমাবেশের মাধ্যমে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছিল দলটি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এতে বক্তব্য দেওয়ার কথা ছিল।
সমাবেশের অনুমতি না পাওয়ার প্রেক্ষাপটে শনিবার সকাল ১১টায় সংবাদ সম্মেলন করে বিএনপির পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানানোর সিদ্ধান্ত হয়েছে। রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক দলের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে সমাবেশের অনুমতি প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান জানান, যদি কোনো ইনডোরে বিএনপির পক্ষ থেকে সমাবেশের আয়োজন করা হয়, তাহলে পুলিশ সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করবে।
তবে শনিবার বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে না বলেই একটি সূত্র জানিয়েছে।
পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেওয়ার মূল এখতিয়ার পিডব্লিউডির। পুলিশ শুধু মাইক ব্যবহারের অনুমতি দিতে পারে। সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি পিডব্লিউডির কাছ থেকে নিতে হবে।
অবশ্য বিএনপি নেতারা দাবি করেছেন, তারা পিডব্লিউডির কাছে লিখিত অনুমতি চেয়েছেন। মাইক ব্যবহারে পুলিশের অনুমতি চেয়েছেন তারা।
সমাবেশে অনুমতি না পাওয়ায় পরবর্তী করণীয় নির্ধারণে শুক্রবার রাত ৯টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বসেন বিএনপি নেতারা। পৌনে এক ঘণ্টার বৈঠকের সিদ্ধান্ত জানাতে শনিবার সকাল ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডাকা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানা গেছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ বুলু, রুহুল কবির রিজভী ও ঢাকা মহানগর বিএপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল।
এদিকে বিএনপির একটি সূত্র জানিয়েছে, সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে রোববার রাজধানীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি দেওয়া হতে পারে।
দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন পর রাজধানীতে খালেদা জিয়ার সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে মহানগর বিএনপি। আজকের সমাবেশ সফল করতে মঙ্গলবার মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা প্রস্তুতি সভা করেন।