কুলাউড়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫
প্রকাশিত হয়েছে : ৮ নভেম্বর ২০১৪, ৫:৫৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সরকারি খাস জায়গা দখলকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৫জন আহত হয়েছেন। আজ ৮ নভেম্বর শনিবার ভোরে কর্মদা ইউনিয়নের রাঙ্গিছড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
সংঘর্ষে আহতরা হলেন, সজীব মিয়া (২৮), মাহফুজুর রহমান (৩০), দিলু মিয়া (২৪), মহালম (২৪), শাখন মুখার্জি (২৫)। আহতদের মধ্যে তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও দু’জনকে কুলাউড়া হাসপাতালে ভর্তি করাহয়েছে।
স্থানীয়সূত্রে জানা যায়, রঙ্গিছড়া টিলার লোকজনের সঙ্গে একই এলাকার আওয়াল মিয়ার সঙ্গে সরকারি খাস জমি দখল নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। আজ শনিবার ভোরে আওয়াল জায়গা দখল করতে এলে টিলার লোকজন বাধা দেয়। এতে দু’পক্ষের মধ্যে সংর্ঘষ বেধে যায় এবং উভয় পক্ষের ৫জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কুলাউড়াথানার ভারপ্রাপ্তকর্মকতা (ওসি) অমল কুমার ধর সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়েছি। তবে কে বা কারা গুলি করেছে তা আমার জানা নেই। তবে এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।