বিপ্লব ও সংহতি দিবসে বড়লেখায় বিএনপি’র র্যালি-আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ৮ নভেম্বর ২০১৪, ৫:৩৫ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখায় গতকাল ৭ নভেম্বরর শুক্রবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস র্যালি, আলোচনাসভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালন করেছে বিএনপি ও তার সহযোগী সংগঠন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকালে পৌর শহরে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি পরবর্তী উপজেলা বিএনপির স্থানীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পৌর বিএনপির সভাপতি মালিকুর রহমান মায়নের সভাপতিত্বে ও বিএনপি নেতা আনোয়ার উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাফিজ। অন্যানদের মাঝে বক্তব্য রাখেন বিএনপি নেতা মুজিবুর রহমান খছরু, অধ্যাপক আব্দুস শহীদ খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও রাহেনা বেগম হাসনা প্রমুখ।