কমলগঞ্জে সমাপ্ত হলো মণিপুরী মহারাসলীলা
প্রকাশিত হয়েছে : ৮ নভেম্বর ২০১৪, ৫:২১ পূর্বাহ্ণ
জয়নাল আবেদীন ::
মৌলভীবাজারের সীমান্তবর্তী কমলগঞ্জ উপজেলার মাধবপুর ও আদমপুরে মণিপুরী সম্প্রদায়ের প্রধানতম ধর্মীয় উৎসব মহারাসলীলা উৎসব শুক্রবার সমাপ্তি ঘটছে। উপজেলার মাধবপুর জোড়ামন্ডপে ১৭২ তম ‘মহারাসলীলা উৎসব’এবং আদমপুর তেতইগাঁও উন্মুক্ত মঞ্চে ২৯ তম রাসোৎসব উদযাপিত হয়। মণিপুরী সম্প্রদায়ের এ বৃহত্তম উৎসব উপলক্ষে উভয় স্থানে বসেছিল রকমারি আয়োজনে বিশাল মেলা। রাসোৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্তবৃন্দসহ দেশি-বিদেশি পর্যটকের ভিড়ে মুখরিত হয়েছিল এ উপজেলার দুটি এলাকার মণিপুরী অঞ্চলগুলো।
মাধবপুর ও আদমপুরের উন্মুক্ত মঞ্চে থেকে রাসলীলা সূর্যাস্ত পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে রাখাল নৃত্য। রাখাল নৃত্যের বিভিন্ন ধাপে রাধাকৃষ্ণের শৈশব, কৈশোর ও যৌবনকালের বিভিন্ন চিত্র ফুটে উঠেছে। নিজস্ব পোশাকে সজ্জিত হয়ে মণিপুরী তরুণ-তরুণীরা এতে অংশ নেন। পরে সন্ধ্যায় গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাত ১২টা থেকে শুরু হয় মণিপুরী নৃত্যের ধ্রুপদ ভঙ্গিমায় রাধাকৃষ্ণের রাসনৃত্য। ভগবান শ্রীকৃষ্ণের শৈশব এবং শ্রীমতি রাধিকার সঙ্গে প্রেমের কাহিনী নিয়ে রাসোৎসবের আয়োজন। মাধবপুরের শিববাড়ি থেকে শুরু করে গ্রামের তিনটি মণ্ডপসহ পুরো এলাকা সেজেছিল বর্ণিল সাজে। রাসলীলা উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে। এ ছাড়া মাধবপুর ললিতকলা একাডেমির সামনে বসেছে মণিপুরী সম্প্রদায়ের ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বইপত্রের কয়েকটি স্টল।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় মাধবপুর জোড়ামণ্ডপে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী এমপি। মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি এ্যাড. চাঁদ মুরারী সিংহ স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নৃপেন্দ্র কুমার সিংহ ও মণিপুরী ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস সিংহের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপি, সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, জনতা ব্যাংক লি. পরিচালনা পর্ষদের পরিচালক সৈয়দ বজলুল করিম, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার তোফায়েল আহমদ, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শহীদ মোহাম্মদ ছাইদুল হক ও নুরুল আলম চৌধুরী, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক লুবনা মরিয়ম, বাংলাদেশ মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি সুজিত কুমার সিংহ।
গুণীজন সম্মাননা প্রাপ্তরা হলেন-বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ কুমার সিংহ, শিক্ষক ও সফল পিতা বসন্ত কুমার সিংহ, রাসধারী অজা চন্দ্রমোহন সিংহ।
অন্যদিকে আদমপুর সানা ঠাকুর মন্ডপে বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় মৈ তৈ মণিপুরীদের ২৯তম রাসোৎসব। বাংলাদেশ মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জানান, এখানে সব ধরনের সুবিধা বিদ্যমান থাকায় এটি উৎসবে রূপ নিয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে উৎসবে যোগ দিতে হাজার হাজার ভক্ত অনুরাগী এখানে এসেছেন।