আজ শুরু হলো জেএসসি ও জেডিসি পরীক্ষা
প্রকাশিত হয়েছে : ৭ নভেম্বর ২০১৪, ৩:২০ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে কয়েক দফা পিছিয়ে অবশেষে আজ ৭ নভেম্বর শুক্রবার শুরু হচ্ছে ২০১৪ সালের ‘জুনিয়র স্কুল সার্টিফিকেট’ (জেএসসি) ও মাদ্রাসা শিক্ষার্থীদের ‘জুনিয়র দাখিল সার্টিফিকেট’ (জেডিসি) পরীক্ষা। সারাদেশের মোট ২০ লাখ ৯০ হাজার ৬৯২ পরীক্ষার্থী এবার এ দুটি পরীক্ষায় অংশ নিচ্ছে।
আজ জেএসসির বাংলা প্রথমপত্র ও জেডিসির কোরআন মজিদ ও তাজবীদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে শুরু হবে এ পরীক্ষা। মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ দেশের ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সকাল ৯টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাজধানীর মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল ও মতিঝিল গভর্নমেন্ট গার্লস হাইস্কুল কেন্দ্র পরিদর্শন করবেন।
শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, গতবারের তুলনায় এ বছর পরীক্ষার্থী বেড়েছে প্রায় ৯ শতাংশ। পূর্বনির্ধারিত সময়সূচি অনুসারে ২ নভেম্বর শুরু হয়ে ১৮ নভেম্বর পর্যন্ত এ পরীক্ষা চলার কথা ছিল। এবার জেএসসিতে ১৭ লাখ ৬৪ হাজার ৫৯৫ জন এবং জেডিসিতে তিন লাখ ২৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থী রয়েছে। এবার দুই হাজার ৫২৫টি কেন্দ্রে ২৭ হাজার ৯২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে। বিদেশের আটটি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৫৩৩ জন।
এ বছর বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া অন্য বিষয়ের পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্নে। মন্ত্রী বলেন, প্রতিবন্ধী পরীক্ষার্থীরা এবারও অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে। এ ছাড়া দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই তারা শ্রুতিলেখক সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে পারবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো, বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্নপত্রে দুটি বিভাগ থাকলেও দুটি অংশ মিলে ৩৩ পেলেই পাস বলে গণ্য হবে। অর্থাৎ এসএসসির মতো দুটি অংশে আলাদা আলাদা পাসের প্রয়োজন নেই।
হরতালের কারণে প্রথম দফায় ২ ও ৩ নভেম্বরের পরীক্ষা দুটি ৭ ও ১৪ নভেম্বর তারিখে পরিবর্তন করা হয়েছে। দ্বিতীয় দফায় ৫ ও ৬ নভেম্বরের ঘোষিত পরীক্ষা দুটি আগামী ১৯ ও ২০ নভেম্বর পরিবর্তন করা হয়েছে।