দিনাজপুরে বাস চাপায় নিহত ২
প্রকাশিত হয়েছে : ৭ নভেম্বর ২০১৪, ১২:৪৪ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভুষিরবন্দরে যাত্রীবাহী বাসচাপায় ২ জন নিহত হয়েছেন।
তারা হলেন- খানসামা উপজেলার কালিনিয়া গ্রামের সত্যোঞ্জয় রায়ের ছেলে মানিক চন্দ্র রায় (২৮) ও চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে আজিজুল ইসলাম (৩৮)।
আজ ৭ নভেম্বর শুক্রবার ভোরে মানিক চন্দ্র রায় রাস উৎসব ও রাসমেলা দেখে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে ভুষিরবন্দর এলাকায় একটি বাস ভ্যানটিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এতে ভ্যানচালক আজিজুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় মানিককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সকাল ১০টার দিকে তিনি মারা যান।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন মোস্তাফা জানান, ময়না তদন্তের জন্য উভয়ের লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।