মৌলভীবাজারে নিষিদ্ধ পলিথিনসহ ২ জন আটক
প্রকাশিত হয়েছে : ৭ নভেম্বর ২০১৪, ১১:৫৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের জগন্নাথপুর এলাকা থেকে একটি পিকআপ ভ্যান ভর্তি নিষিদ্ধ পলিথিনসহ দু’জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ ৭ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলিথিনসহ তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-পিকআপচালক জন্টু বাবু সরকার (৪৫) ও আমজাদ হোসেন (৩৫)। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, পলিথিন নিয়ে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন ১৬-৯২৩৮) সিলেট থেকে শ্রীমঙ্গলে যাচ্ছিল। পথে জগন্নাথপুর এলাকায় গোয়েন্দা পুলিশের একটি দল পিকআপটি থামিয়ে তাতে তল্লাশি চালায়। এ সময় পিকআপে পলিথিন পাওয়া গেলে ওই দু’জনকে আটক করা হয়।
মৌলভীবাজার গোয়েন্দা পুলিশ (ডিবি/ওসি) ছালেহ উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, পলিথিনের আনুমানিক বাজার মূল্য ছয় লাখ টাকা। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।