কমলগঞ্জে রাস পূর্ণিমা অনুষ্ঠান থেকে ছিনতাইকারী চক্রের ১০ নারী সদস্য আটক
প্রকাশিত হয়েছে : ৭ নভেম্বর ২০১৪, ১১:৪৭ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মণিপুরী সম্প্রদায়ের মহারাস উৎসবকে কেন্দ্র করে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর রাস উৎসব থেকে পকেটমার ও ছিনতাইকারী চক্রের ১০ নারী সদস্যকে আটক করেছে পুলিশ। ১০ নারীই মুসলমান হলেও শাখা-সিঁদুর পরা। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় টহলরত পুলিশ তাদের আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মাধবপুর রাস উৎসবে মানুষের প্রচণ্ড ভিড়ে অভিনব কায়দায় পকেটমার ও ছিনতাইকারী চক্রের নারীরা রাস উৎসবে এসে ঘোরাঘুরি শুরু করে। ১০ জনই মুসলমান হলেও মাথায় শাখা ও সিদুঁর পরে আসে। কমলগঞ্জ থানার টহলরত পুলিশ সদস্যরা তাদের চলাফেরা ও গতিবিধি সন্দেহজনক মনে হলে চম্পা বেগম (৩০), বীনা বেগম (২৫), তাইরুল বেগম (২৫), কমলা বেগম (৩০), মেহেরজান (৩৫), নাজমা (২৫), আঙ্গুরা বেগম (৪৫), নূরজাহান বেগম (২০) ও কুলসুমা বেগম (২০) কে আটক করা হয়। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমণ্ডল। সুফিয়া খাতুন (৪৫) নামে অপর এক নারী সদস্যের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বাঘাছড়া গ্রামে।
আটক ওই ১০ নারী সদস্যকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, ৫৪ ধারায় আটক দেখিয়ে তাদের ১০ জনকে আজ শুক্রবার মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।