জুড়ীতে আহত চা শ্রমিকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৬ নভেম্বর ২০১৪, ৮:২৮ পূর্বাহ্ণ
জুড়ী সংবাদদাতা ::
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে আহত চা শ্রমিক রবিয়া মুন্ডা (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল ৫ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭টার দিকে কুলাউড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত রবিয়া মুন্ডা জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই গ্রামের মৃত মধুবন মুন্ডার ছেলে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, জুড়ী উপজেলার গোয়ালবাড়ী এলাকার আব্দুল কাইয়ুম ও আব্দুল হকের সঙ্গে রবিয়া মুন্ডার জমি নিয়ে বিরোধ চলছিল। গত মঙ্গলবার বিকেলে কথা কাটাকাটির এক পর্যায়ে রবিয়া মুন্ডাকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষ। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসলে বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। কুলাউড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরুল হক চা শ্রমিক নিহতের খবর নিশ্চিত করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সাখায়ত হোসেন জানান, এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।