“ বিজয় দিবসের আগেই সব যুদ্ধাপরাধী সাফ হয়ে যাবে” — সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী
প্রকাশিত হয়েছে : ৬ নভেম্বর ২০১৪, ৬:২৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী বলেছেন, মানুষের সাথে প্রেম-ভালোবাসা অন্তরঙ্গতা থাকলে ভোটের রাজনীতিতে আওয়ামী লীগকে পরাজিত করা যাবে না। আমরা (আ. লীগ) ভোটের রাজনীতিতে বিশ্বাস করি। আমরা পাঁচ বছর আছি (ক্ষমতায়)। গতকাল ৫ নভেম্বর বুধবার রাত সাড়ে নয়টায় মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কের চৌমোহনায় জেলা ছাত্রলীগের ছাত্র-গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে গণসংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ফিরোজ, মুহিবুর রহমান তরফদার, আলাউর রহমান চৌধুরী, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদদক সাইফুর রহমান বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মসুদ আহমদ, সাধারণ সম্পাদদক আনকার আহমদ, কৃষক লীগের সাধারণ সম্পাদক এখলাছুর রহমান প্রমুখ।
তিনি (সৈয়দ মহসীন আলী) জেলা ছাত্রলীগকে উদ্দেশ্য করে বলেন, তোমরাই আগামীদিনের নেতা। নিজের মতো করে আওয়ামী লীগকে জাগ্রত করতে হবে। মৌলভীবাজারকে শান্তির জেলা, এখানে শান্তির রাজনীতি গড়ে তুলতে হবে। যেন সারা দেশের কাছে এ জেলা দৃষ্টান্ত হয়ে থাকে।
সমাজকল্যাণ মন্ত্রী মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের অভ্যন্তরীন বিরোধের দিকে ইঙ্গিত করে জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম উল্লেখ করে বলেন, তাঁদের মুখ আর কেউ দেখতে চায় না। তাঁদের আওয়ামী লীগ মরে গেছে। নির্বাচনের সময় দলের প্রতিপক্ষ অংশ তাঁকে ভোট দেয়নি উল্লেখ করে তাঁদেরকে (প্রতিপক্ষ অংশকে) বেঈমান আখ্যায়িত করে বলেন, পাকিস্তানী বাহিনীর গুলি আমাকে স্তব্ধ করতে পারেনি। বেঈমানরাও আমাকে স্তব্ধ করতে পারবে না। আমার অগ্রযাত্রা হবেই।
আওয়্মী লীগের রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের ভূমিকা প্রসঙ্গে বলেন, তিনি ১৯৬৬ থেকে আওয়ামী লীগ করে পাকাপোক্ত হয়েছেন। পৌরসভার চেয়ারম্যান থাকার সময় তাঁর টাকায় আওয়ামী লীগ চলেছে। কিন্তু ভোটের সময় দলের বিরোধী অংশ তাঁকে বাঁশ দিয়েছে। নৌকায় ভোট না দিয়ে ধানছড়ায় দিয়েছে। তাঁর (সৈয়দ মহসীন আলী) বিরোধী অংশকে উদ্দেশ্য করে বলেন, তোমরা যারা ফালাও মহসীন আলীর মন্ত্রীত্ব নাই। জেনে রাখো, আমি আরও চার বছর মন্ত্রী আছি। তিনি জামায়াতে ইসলামীর রাজনীতি এবং যুদ্ধাপরাধী প্রসঙ্গে বলেন, বিজয় দিবসের আগেই সব (যুদ্ধাপরাধীর) সাফ হয়ে যাবে।
সৈয়দ মহসীন আলী মৌলভীবাজারবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, সুস্থ থাকলে আপনাদের কল্যাণে কাজ করে যাবো। আপনারাই আমাকে ভোট দিয়েছেন। সম্মানিত করেছেন। মৌলভীবাজারকে বিশ্বের একটি আধুনিক সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে চাই। এতে আপনাদের সহযোগিতা প্রয়োজন।
সমাজকল্যাণ মন্ত্রী বক্তৃতার শেষদিকে নদীর কূল নাই কিনার নাই… এক সাগর রক্তের বিনিময়ে… গান পরিবেশন করেন।