দেশের প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেয়ার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রীর
প্রকাশিত হয়েছে : ৫ নভেম্বর ২০১৪, ৯:১০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ভিসন ২০২১ সালের মাধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ ৫ নভেম্বর বুধবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সৌর বিদ্যুৎ ব্যবহার ও ৩০ লাখ গ্রাহক উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রধামনমন্ত্রী বলেন, ‘আমরা বিদ্যুতের উন্নয়নে স্বল্পমেয়াদী, মাঝারি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছি। এরমধ্যেই এ খাতটিতে ১১ হাজার ৭৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। আগামীতে দেশের প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেয়ার লক্ষ্যেই আমরা কাজ করছি। এ প্রেক্ষতেই রূপপুরসহ দেশের বিভিন্ন স্থানে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের পদক্ষেপ নিয়েছি।’
তিনি বলেন, ‘বিদ্যুৎ সমস্যা সমাধানের লক্ষ্যে সরকার ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে। ভুটান, নেপাল ও মিয়ানমারের সঙ্গে আলোচনা চলছে। এখন এককভাবে কোনো দেশের পক্ষে উন্নয়ন সম্ভব নয়। তাই আমাদের সরকার উপ-আঞ্চলিক সহযোগিতায় গুরুত্ব দিচ্ছে।’