সুনামগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৫ নভেম্বর ২০১৪, ৮:৩৭ পূর্বাহ্ণ
সুনামগঞ্জ সংবাদদাতা ::
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের পাইকাপন গ্রামের হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত তোফাজ্জাল হোসেন (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন। আহত তোফাজ্জল গতকাল ৪ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে সিলেট এমএজিওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তোফাজ্জল উপজেলার পাইকাপন গ্রামের মানিক মিয়ার ছেলে। বিষযটি দক্ষিণ সুনামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন নিশ্চিত করেছেন। ওসি জানান, ৪ নভেম্বর মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নেরপাইকাপনগ্রামেরপার্শ্ববর্তী হাওরে মাছ ধরতে যান পাইকাপন গ্রামের তোফাজ্জলসহ কয়েকজন। এ সময় পার্শ্ববর্তী আসামপুর গ্রামের সমুজ মিয়াসহ কয়েকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তোফাজ্জলসহ ৪ জন আহত হয়। গ্রামবাসীরা গুরুতর আহত তোফাজ্জল হোসেনসহ ৪ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নিয়ে যান। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় সেখানে আহত তোফাজ্জল মারা যান।