সিলেটে হরতালে জনজীবন স্বাভাবিক
প্রকাশিত হয়েছে : ৫ নভেম্বর ২০১৪, ৬:৩৬ পূর্বাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
জামায়াতের ডাকা দেশব্যাপী টানা ৪৮ঘণ্টা হরতাল সিলেটে ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে। আজ ৫ নভেম্বর বুধবার সকালে হরতালের সমর্থনে দু’য়েকটি স্থানে ঝটিকামিছিল করেছে জামায়াত-শিবির কর্মীরা। তবে কোথাও এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
হরতালে বিভিন্ন সড়কে রিকশাসহ হালকা যান চলাচল করতে দেখা গেছে। অবশ্য বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। সকাল সাড়ে ৬টার দিকে নগরীর মিরাবাজার এলাকায় ঝটিকামিছিল করে সিলেট-তামাবিল মহাসড়কে পিকেটিং করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। তবে পুলিশ আসার আগেই তারা দ্রুত সটকে পড়ে। এ সময় তারা সেখানে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।এছাড়া নগরীর দক্ষিণ সুরমাও শাহপরাণ এলাকায় হরতাল সমর্থকদের ঝটিকামিছিল করার খবর পাওয়া গেছে। হরতালে সব ধরনের নাশকতা এড়াতে নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। পুলিশের পাশাপাশি নগরীতে টহলে রয়েছে বিজিবি ও র্যাব। এসব তথ্য জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশকমিশনার (গণমাধ্যম) রহমত উল্লাহ।
অপরদিকে সিলেট নগরী ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় হরতালের সমর্থনে জামায়াত-শিবিরকর্মীদের ঝটিকা মিছিল ও পিকেটিংয়ের খবর পাওয়া গেছে। তবে এখনো পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে সিলেট জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা জানিয়েছেন। তিনি জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার প্রতিটি উপজেলায় পুলিশের টইল জোরদারের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।