জুড়ীর উত্তর গৌরীপুর জামে মসজিদের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ৫ নভেম্বর ২০১৪, ৫:২১ পূর্বাহ্ণ
জুড়ী প্রতিনিধি ::
মৌলভীবাজারের জুড়ী উপজেলার উত্তর গৌরীপুর গ্রামে গতকাল ৪ নভেম্বর মঙ্গলবার বায়তুন নূর জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে।
মসজিদের ইমাম মাও. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাও. সাহেদুল ইসলাম চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা আল ইসলাহ সভাপতি মাও. আব্দুস শহীদ, ভবানীপুর জামে মসজিদের ইমাম হাফিজ ফখরুল ইসলাম, ক্বারী কমর উদ্দিন, বায়তুন নূর জামে মসজিদ কমিটির সভাপতি তারা মিয়া, সাধারণ সম্পাদক ইরা মিয়া, কোষাধ্যক্ষ লুতু মিয়া, সিরাই মিয়া, যুব কমিটির ফখরুল ইসলাম লুজু, ময়নুল ইসলাম, আনোয়ার হোসেন প্রমুখ।