নূরুল হক-এর তিনটি কবিতা
প্রকাশিত হয়েছে : ৫ নভেম্বর ২০১৪, ৪:৫১ পূর্বাহ্ণ
নূরুল হক-এর তিনটি কবিতা
গুচ্ছে গুচ্ছে
এতদনি ভাবতাম
কবিতাই ঈশ্বর
এখন দেখি
চেতনাগুলি শব্দের ওপর দিয়ে কেবল
ভেসে এসেছিল সারাপথ।
তবু আজো ছল করে যাই
কবিতা ভেবে
শূন্যতার শুকনো পাতা
ওড়াই অজানায়
অস্তিত্বের ভাঙচুর পারে পারে
আঙুর পাকাই গুচ্ছ গুচ্ছ।
সেদিন
একদিন সাক্ষাৎ হয়ে যাবে
অচিনের সঙ্গে
তখন
কোনো কথা না বলে
কেবল পিছু পিছু হাঁটতে থাকব
মোহগ্রস্তের মতো
অচেনা কোনো পথে।
ঘড়ির কাঁটা ও স্মৃতি
শুয়েছিলাম পাতার বিছানায়
ডাক দিয়েছো ঘড়ির ভেতর
জেগে দেখি হারিয়েছি মাঠে
আমার খেলার সাথি
ততক্ষণে কাঁটা গেছে অনেক দূরে চলে
এখন কেবল লজ্জা ঢেকে স্মৃতির গুহাঘরে
লুকিয়ে থাকি সবার অগোচরে।