পবিত্র আশুরা উপলক্ষে মৌলভীবাজার শহর তালামীযের আলোচনা সভা ও দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ৪ নভেম্বর ২০১৪, ১১:৫৮ পূর্বাহ্ণ
শহর প্রতিনিধি ::
পবিত্র আশুরা উপলক্ষে আজ ৪ নভেম্বর মঙ্গলবার মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা সড়কস্থ তালামীযের কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শহর তালামীযের সভাপিত মো. মুজাহিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু জাফর রিপনের সঞ্চালণায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনজুমানে আল ইসলাহ’র শহর সভাপতি মাও. সৈয়দ ইউনুস আলী। বিশেষ অতিথি ছিলেন, আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দীন ও উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাও. মো. লিয়াকত আলী। অন্যান্য অতিথির মধ্যে ছিলেন, জেলা তালামীযের সহ-সাংগঠনিক সম্পাদক কাদির আল হাসান।
বক্তারা কারবালার শোকবহ ঘটনাকে স্মরণ করে বলেন, হযরত ইমাম হোসাইন ক্ষমতার জন্য ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করেননি। বরং তিনি লড়াই করেছিলেন ইয়াজিদের ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে। তিনি লক্ষ্য করেছিলেন ইয়াজিদ ইসলামী রাষ্ট্রের নিয়ম-কানুন লঙ্ঘন করে এবং কোর-আন হাদিসকে উপেক্ষা করে মনগড়া পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করছে। পবিত্র এই আশুরার দিনে আমাদের এই কোরআন ও হাদিসের আলোকে শিক্ষা গ্রহণ করা একান্ত প্রয়োজন।
আলোচনা সভা শেষে মুসলিম জাহানের শান্তি ও মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।