কুলাউড়ায় আত্মহত্যাকে না বলুন শীর্ষক মানবন্ধন
প্রকাশিত হয়েছে : ৪ নভেম্বর ২০১৪, ১১:১৯ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
মৌলভীবাজারের কুলাউড়ায় আজ ৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় কুলাউড়া স্টেশন চৌমুহনীতে সামাজিক সংগঠন ইউনাইটেড রয়েল্স ক্লাবের উদ্যোগে আত্মহত্যাকে না বলুন শীর্ষক জনসচেতনামূলক মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ইউনাইটেড রয়েল্স ক্লাবের নির্বাহী সদস্য আব্দুল মুহিত বাবলুর সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ শাকিলের পরিচালনায় মানবন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ক্লাবের উপদ্ষ্টা আসম কামরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, প্রবীণ সাংবাদিক সুশীল সেন গুপ্ত, বাংলাদেশ মানবাধিকার কমিশন কুলাউড়া শাখার সভাপতি মো. এনামুল ইসলাম, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমীর হোসেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কুলাউড়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, মাহতাব ছায়েরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির, সিলেট বিভাগীয় লেখক ফোরামের সাংঠগনিক সম্পাদক শেখ আব্দুল আহাদ প্রমুখ।
এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক চৌধুরী, প্রবীণ শিক্ষক মো. খোরশেদ উল্লাহ, বরমচাল ইউনিয়ন পরিষরদের চেয়ারম্যান ইসহাক চৌধুরী ইমরান প্রমুখ।
মানববন্ধন শেষে আলোচনা সভায় বক্তরা বলেন, হতাশার অন্যতম রূপ হল আত্মহত্যা। বর্তমান সময়ের তথ্য প্রযুক্তির অপব্যবহারের ফলে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীর অপমৃত্যু ঘটে। ফেইসবুকের অপ্রয়োজনীয় ব্যবহার বন্ধ করতে হবে। পরিবারের পিতা-মাতা তাদের সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে। আত্মহত্যা থেকে বর্তমান সমাজকে সচেতন করতে হলে প্রতিটি স্কুল কলেজে সচেতনামূলক সেমিনার করলে আত্মহত্যার প্রবণতা কমে যাবে। আত্মহত্যা বর্তমান সমাজকে কলুষিত করছে। এই কলুষিত সমাজকে রক্ষা করতে হলে আমাদের সকলকে সচেতন হতে হবে। স্কুল কলেজের শিক্ষক ছাত্র-ছাত্রীদের সাথে এবং পরিবারের পিতা-মাতা তাদের সন্তানদের সাথে বন্ধুসুলভ আচরণ করলে আমাদের এই সমাজে আত্মহত্যার প্রবণতা অনেকাংশে কমে যাবে।