কুয়েট ও খুবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
প্রকাশিত হয়েছে : ৪ নভেম্বর ২০১৪, ১০:০০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল ও কুয়েটের ২০১৪-১৫ শিক্ষাবর্ষেও ভর্তি ফলাফল প্রকাশ করা হয়েছে।
গতকাল সোমবার বিকেলে ভর্তি পরীক্ষার এই ফল ঘোষণা করা হয়েছে। ভর্তি পরিক্ষার ফলাফল শিক্ষা প্রতিষ্ঠান দুটির ওয়েভসাইটে পাওয়া যাবে বলে সূত্রে জানা গেছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক এসএম আতিয়ার রহমান জানান, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল সন্ধ্যায় প্রকাশ করা হয়। মেধা তালিকার ভর্তিচ্ছু প্রার্থীদের আগামী ১৭ নভেম্বর ১৪ তারিখ সকাল ১০টা থেকে ১২টার মধ্যে সংশ্লিষ্ট ডিন অফিসে ভর্তির জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে।
তিনি আরও জানান, অপেক্ষমান তালিকার প্রার্থীদের আগামী ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে ১২টার মধ্যে উক্ত স্কুলের ডিনের অফিসে রিপোর্ট করতে এবং ভর্তির জন্য (মেধা তালিকা থেকে ভর্তির পর আসন শূন্য থাকা সাপেক্ষে) বলা হয়েছে।
ফলাফল বিশ্ববিদ্যালয়ের (www.ku.ac.bd/admission) ওয়েব সাইটে পাওয়া যাবে।
কুয়েট
ফলাফল ঘোষণার নির্ধারিত দিনের তিনদিন আগেই গতকাল সোমবার বিকেলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলাফল ঘোষণা করা হয়েছে। আগামী ৬ নভেম্বর এ ফলাফল ঘোষণা করার কথা ছিল।
কুয়েটের জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার জানান, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং (বিইউআরপি) কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফল সোমবার বিকেলে প্রকাশিত হয়েছে।
৬ নভেম্বর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের কথা থাকলেও শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিষয়টি বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকগণের নিরলস প্রচেষ্টায় নির্ধারিত সময়ের তিন দিন আগেই এই ফলাফল প্রকাশ করা হলো।
বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.kuet.ac.bd / www.admission.kuet.ac.bd) এ ফলাফল ও ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য পাওয়া যাচ্ছে।
আগামী ২০ ডিসেম্বর ২০১৪ তারিখ থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বিইউআরপি কোর্সের ভর্তি কার্যক্রম শুরু হবে। ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ১ম টার্মের ছাত্রদের ওরিয়েন্টেশন ও ক্লাশ শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ২০১৫ সালের ৯ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।