রাজনগরে অজ্ঞাত পরিচয় যুবতীর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৪ নভেম্বর ২০১৪, ৯:৩৬ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজরের রাজনগরে অজ্ঞাত পরিচয় এক যুবতীর (২৫) রক্তাক্ত-বিবস্ত্র লাশ পাওয়া গেছে। আজ ৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার ক্ষেমসহস্র গ্রামের বড়বন্দ তালেরতল নামক স্থানের ধান ক্ষেতের পাশ থেকে রাজনগর থানার পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকালে রাজনগর উপজেলার ক্ষেমসহস্র গ্রামের বড়বন্দ তালেরতল নামক স্থানের ধান ক্ষেতের পাশে স্থানীয় লোকজন এক যুবতীর (২৫) লাশ দেখতে পান। লাশের খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা লাশটি দেখতে ভিড় জমান। পরে খবর পেয়ে রাজনগর থানার পুলিশ দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী এসআই আব্দুর রহমান জানান, লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। গলা চেপে ধরা এবং নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল। নিহতের মাথায় সিঁদুর এবং পাশে শাঁখার ভাঙা চুড়ি পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে সে সনাতন ধর্মালম্বী। রাতের আঁধারে তাকে হত্যা করা হয়েছে।
এদিকে অন্য একটি সূত্রে জানা গেছে, নিহত ওই যুবতী বিবস্ত্র এবং পাশে পরনের কাপড় পড়ে থাকায় ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর হত্যা তরা হয়েছে। এতে এক বা একাধীক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।