নাটোরের বড়াইগ্রামে সংঘর্ষে যুবক নিহত
প্রকাশিত হয়েছে : ৪ নভেম্বর ২০১৪, ৮:২১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
আজ ৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টার উপজেলার গরমাটি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত সাকিব (২১) ওই গ্রামের রমজান আলীর ছেলে।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই হাবিব জানান, গ্রামের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের এ ঘটনা ঘটে। পিটুনিতে গুরুতর আহত সাকিবকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।